জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: মাসুদ এলাকার মাদক সম্রাট, সে হিরোইন খোর ও ইয়াবা ব্যবসায়ী। তাই তার পিঠের চামড়া থাকবে না বলে এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে এলাকায় মাইকিং করেছে এক যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।
এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামে। মাসুদ একই গ্রামের দক্ষিণপাড়া এনায়েতের ছেলে ও মাইকিংকারী যুবকের নাম দিপু মোল্লা। তিনি একই গ্রামের আমির হামজা মোল্লার ছেলে। শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় কয়েড়া ও নলুয়া এলাকায় মাইকিং করা হয়।
মাইকিং করে দিপু মোল্লা বলেন, ‘কয়েড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন মাদক সম্রাট হিরোইন খোর ও ইয়াবার বর্তমান ব্যবসায়ী মো. এনায়াতের ছেলে মাসুদ দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত। যা সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ংকর। এলাকায় মাদককারবারী করলে মাসুদের পিঠের চামড়া থাকবে না।’ ‘তাই শনিবার সন্ধ্যারপর মাসুদের বাড়ির সামনে মাদকবিরোধী গণসভার আয়োজন করা হয়েছে। সকলের উপস্থিতি কামনা করছি। অনুরোধক্রমে- নলুয়া ও কয়েড়া ঈদগাঁ মাঠের সাবেক সভাপতি মো. খসরু মিয়া, কয়েড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার ও সমাজ সেবক তুলা শেখ।’
এমন অভিযোগের বিষয়ে জানতে মাসুদকে একাধিবার মোবাইলে যোগাযেগ করার চেষ্টা করলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অপরদিকে, মাইকিংকারী দিপু মোল্লার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ইউপি সদস্য মো. রুবেল সরকার জানান, গত শনিবার সন্ধ্যার দিকে দিপু মোল্লা নামে এক ছেলে মাসুদকে জড়িয়ে এলাকায় মাইকিং করেছে এবং তার বাড়ির সামনে গণসভার ডাক দেন। আমি গিয়ে মাইকিং করার কারণ জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ক্ষমা চেয়েছে দিপু।
তিনি জানান- দিপুর বাবা আমির হামজাসহ আরও বেশ কয়েকজন মাদকের সাথে জড়িত। মাসুদের সাথে প্রায়ই দিপুর বাবা মাদক সেবন করতো। এনিয়ে কিছুদিন আগে মাসুদ ও দিপুর সাথে তর্কবিতর্ক হয়েছিল। পরে বিষয়টি দিপু মোল্লা না পেরে মাসুদের বিরুদ্ধে এমন মাইকিং করে।
গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, বিষয়টি জানা নেই।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.