জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের রাস্তায় যাতায়াতে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীত দিকে কাজল সিনেমা হলের পাশ দিয়ে তারিকুল ইসলাম মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এ রাস্তায় স্কুল, কলেজের ছাত্রছাত্রী, মসজিদের মুসুল্লিসহ শত শত লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ঠিকাদার রাস্তা সংস্কারের কাজ ধরেছিল। নিরাপত্তার দোহাই দিয়ে কাজ বন্ধ রেখেছে ঠিকাদার কৃষ্ণ ভৌমিক। বর্তমানে পৌর মেয়রের ক্ষমতা না থাকায় এবং বিল না পাওয়ায় কাজটি স্থগিত রাখা হয়েছে। ঠিকাদার কেএন এন্টারপ্রাইজ মালিক কৃষ্ণ ভৌমিককে বারবার রিং দিলেও ফোন রিসিভ করেনি।
পৌরসভার ইঞ্জিনিয়ার সুকৌমল জানান, ঠিকাদার কাজ ধরেছিল কিন্ত আইন শৃঙ্খলার অবনতি ও প্রশাসন দায়িত্ব না নেয়ার কারনে কাজ বন্ধ রয়েছে। সহকারি কমিশনার ভূমি ও পৌর দায়িত্ব প্রাপ্ত মেয়র ফাহিমা বিনতে আখতার জানান, আমি এ ব্যাপারে অবগত নই তবে দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয় তার ব্যবস্হা করবো।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.