ভূঞাপুরে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছে একটি অসহায় প্রতিবন্ধীর পরিবার।

ফেরদৌস শেখ নামে এক প্রতিবন্ধীর ৯ শতাংশ জমি দখল নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে । এনিয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ক্যাম্প ও ভূঞাপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

দখলকারী বিএনপি’র দুই নেতা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তাদের সহযোগী দখলকারীরা হলেন- স্থানীয় বিএনপি নেতা শাহীন মিয়া, ছালাম মিয়া, সোহাগ, বেলাল হোসেন ও আরিফ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী মৌজার বি.আর.এস ৩২২ নং দাগের ৯ শতাং জমি বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত টাঙ্গাইলের ২৪৪৫/২০১৬ নং মামলার আদেশের প্রেক্ষিতে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ২০১৯-২০ এর ২০২৪ সালের গত ৮ জানুয়ারি আদেশ মূলে প্রতিবন্ধী ফেরদৌসের পিতা জমির উদ্দিন নামে ১৬৪ নং একটি খতিয়ান খোলা হয়।

এরপরবর্তীতে গত ২৩ জুন ১৬৫১ নং দলিল মূলে ফেরদৌসসহ তার আরও ২ ভাই শফিক ও ইদ্রিস আলী তাদের পিতা জমির উদ্দিন থেকে জমি প্রাপ্ত হন। যা তাদের পিতা জমির উদ্দিন বিগত ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু পরিবারটি দরিদ্র থাকায় ভয়-ভীতি দেখিয়ে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল­াহ আল মামুনের নেতৃত্বে তাদের সহযোগী শাহীন মিয়া, ছালাম মিয়া, সোহাগ, বেলাল হোসেন ও আরিফ জোরপূর্বক দখল করেছে।

এর আগে ২০১৮ সালের ৩ মে জমির বিরোধ চলাসময়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুানাল টাঙ্গাইলের বিজ্ঞ যুগ্ম জেলা জজ বিচারক মো. সিকান্দার জুলকার নাইন ভুক্তভোগী প্রতিবন্ধি ফেরদৌস শেখকে ডিগ্রি দেন এবং জমিটির মোকদ্দমাটি নিস্পপত্তি করে দেয়। এরপর আরও দুইবার জমির ডিগ্রি পান ফেরদৌস শেখ। কিন্তু প্রভাবশালী বিবাদী বিএনপি নেতা মিন্টু ও আব্দুল্লাহ আল মামুনসহ তার সহযোগীরা ওই প্রতিবন্ধির জমি দখল করে রেখেছেন।

ভুক্তভোগী প্রতিবন্ধি ফেরদৌস বলেন- আমাদের পৈত্তিক ৯ শতাংশ সম্পত্তি বিএনপি নেতা মিন্টু ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য সহযোগীরা অবৈধভাবে দখলে নিয়েছে। জমিতে গেলে তারা তারা বিভিন্ন সময় হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়। এনিয়ে বহুবার ইউপি চেয়ারম্যান ও এলাকার মাতাব্বরদের কাছে বিচার প্রার্থনা করলে তারা পাত্তা দেয়নি। সম্প্রতি সরকার পতনের পর জমিতে যাওয়ার চেষ্টা করলে মিন্টু, আব্দুল্লাহসহ অন্য সহযোগীরা আমাদের ওপর হামলা ও মারধর করে। তাই প্রতিকার চেয়ে বাধ্য হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, ওই জমি ৮ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। জমির সকল কাগজপত্র আছে আমাদের। তাছাড়া ফেরদৌসদের অভিযোগ মিথ্যা। ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা কারো জমি দখল দেয়নি। জমিটি আমাদের কবলাকৃত।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, অভিযোগের কপি পেয়েছি, বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ সেলিমের’

ঠিকানা টিভি ডট প্রেস: বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সোমবার (১২ ফেব্রুয়ারি’)

আইএমএফের চাপে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের চিন্তায় এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হওয়ার পর কোনোরকম শুল্ক ছাড়াই বিদেশ থেকে গাড়ি আমদানি করতে পারেন সংসদ সদস্যরা। তবে এবার আইনপ্রণেতাদের এমন সুবিধা বাতিলের চিন্তা করছে জাতীয়

গুগল হোমপেজের বিশেষ ডুডলে মহান স্বাধীনতা দিবস’

ঠিকানা টিভি ডট প্রেস: বাঙালি জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজ ২৬ মার্চ, সেই মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে বিশ্বের

অসময়ে যমুনার রুদ্রমূর্তিতে আতঙ্কে দেড় শতাধিক পরিবার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অসময়ে আগ্রাসী যমুনা রুদ্রমূর্তি ধারণ করায় টাঙ্গাইল সদর উপজেলার চরপল্লী গ্রামের দশখাদা এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল

দুদকের নামে ভয়ঙ্কর চাঁদাবাজির ফাঁদ

নিজস্ব প্রতিবেদক: একটি অপ্রচলিত দৈনিকে কিছুদিন আগে একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে একটি মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হলো। সংবাদটি প্রকাশের পর এ নিয়ে তেমন কোনও

টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত