ভূঞাপুরে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছে একটি অসহায় প্রতিবন্ধীর পরিবার।

ফেরদৌস শেখ নামে এক প্রতিবন্ধীর ৯ শতাংশ জমি দখল নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে । এনিয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ক্যাম্প ও ভূঞাপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

দখলকারী বিএনপি’র দুই নেতা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তাদের সহযোগী দখলকারীরা হলেন- স্থানীয় বিএনপি নেতা শাহীন মিয়া, ছালাম মিয়া, সোহাগ, বেলাল হোসেন ও আরিফ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী মৌজার বি.আর.এস ৩২২ নং দাগের ৯ শতাং জমি বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত টাঙ্গাইলের ২৪৪৫/২০১৬ নং মামলার আদেশের প্রেক্ষিতে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ২০১৯-২০ এর ২০২৪ সালের গত ৮ জানুয়ারি আদেশ মূলে প্রতিবন্ধী ফেরদৌসের পিতা জমির উদ্দিন নামে ১৬৪ নং একটি খতিয়ান খোলা হয়।

এরপরবর্তীতে গত ২৩ জুন ১৬৫১ নং দলিল মূলে ফেরদৌসসহ তার আরও ২ ভাই শফিক ও ইদ্রিস আলী তাদের পিতা জমির উদ্দিন থেকে জমি প্রাপ্ত হন। যা তাদের পিতা জমির উদ্দিন বিগত ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু পরিবারটি দরিদ্র থাকায় ভয়-ভীতি দেখিয়ে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল­াহ আল মামুনের নেতৃত্বে তাদের সহযোগী শাহীন মিয়া, ছালাম মিয়া, সোহাগ, বেলাল হোসেন ও আরিফ জোরপূর্বক দখল করেছে।

এর আগে ২০১৮ সালের ৩ মে জমির বিরোধ চলাসময়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুানাল টাঙ্গাইলের বিজ্ঞ যুগ্ম জেলা জজ বিচারক মো. সিকান্দার জুলকার নাইন ভুক্তভোগী প্রতিবন্ধি ফেরদৌস শেখকে ডিগ্রি দেন এবং জমিটির মোকদ্দমাটি নিস্পপত্তি করে দেয়। এরপর আরও দুইবার জমির ডিগ্রি পান ফেরদৌস শেখ। কিন্তু প্রভাবশালী বিবাদী বিএনপি নেতা মিন্টু ও আব্দুল্লাহ আল মামুনসহ তার সহযোগীরা ওই প্রতিবন্ধির জমি দখল করে রেখেছেন।

ভুক্তভোগী প্রতিবন্ধি ফেরদৌস বলেন- আমাদের পৈত্তিক ৯ শতাংশ সম্পত্তি বিএনপি নেতা মিন্টু ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য সহযোগীরা অবৈধভাবে দখলে নিয়েছে। জমিতে গেলে তারা তারা বিভিন্ন সময় হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়। এনিয়ে বহুবার ইউপি চেয়ারম্যান ও এলাকার মাতাব্বরদের কাছে বিচার প্রার্থনা করলে তারা পাত্তা দেয়নি। সম্প্রতি সরকার পতনের পর জমিতে যাওয়ার চেষ্টা করলে মিন্টু, আব্দুল্লাহসহ অন্য সহযোগীরা আমাদের ওপর হামলা ও মারধর করে। তাই প্রতিকার চেয়ে বাধ্য হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, ওই জমি ৮ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। জমির সকল কাগজপত্র আছে আমাদের। তাছাড়া ফেরদৌসদের অভিযোগ মিথ্যা। ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা কারো জমি দখল দেয়নি। জমিটি আমাদের কবলাকৃত।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, অভিযোগের কপি পেয়েছি, বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় স্বল্পমূল্যের চাল বিতরণে অনিয়ম, ভ্যান চালকের কাছেই ২০ বস্তা

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ব্রাহ্মকপালিয়া কোরবান আলী ডিলারের গোডাউনে (২৫ আগষ্ট) শুক্রবার সন্ধায় স্বল্পমূল্যের ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক অনিয়ম

সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা বলে মন্তব্য করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য।

কলকাতায় দেখা মিলল আসাদুজ্জামান খান কামালসহ আরও কয়েকজনের

বামে গোল চিহ্নিত অপু উকিল, অসীম কুমার উকিল ও হাজি সেলিমের ছেলে, ডানে ইনসাটে আসাদুজ্জামান খান কামাল নিজস্ব প্রতিবেদক: খোঁজ মিলেছে অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী

আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তপূর্বক অপসারণের দাবী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী প্রায় দশ হাজার জনগোষ্ঠির একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘৩৫ নম্বর পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক

প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাগ করে ২০১৮ কোটা বাতিল করেছ’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ