
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক অবৈধ বালুর ঘাটের বালু নামানোর গিয়ে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ আশরাফুল সিরাজগঞ্জ সদর উপজেলার গ্রামের নজর আলীর ছেলে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর বাগানবাড়ী এলাকায় যমুনা নদীতে বাল্কহেড থেকে বালু নামানোর সময় আশরাফুর পা পিছলে নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দিলে লিডার মিজানুর রহমান নেতৃত্বে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বুধবার (২৭ আগষ্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তল্লাশি চালিয়ে আশরাফুরকে উদ্ধার করতে পারেনি।
লিডার মিজানুর রহমান বলেন, যমুনায় প্রচন্ড স্রোত থাকায় আমাদের উদ্বার অভিযান কার্যকর্ম করে সফলভাবে চালাতে পারিনি। পরে আমরা অভিযান সমাপ্ত করি দুপুরে।
ভূঞাপুর থানার অফিসার ইনচাজ এ কে এম রেজাউল করিম জানান, আমাদের একটি দল সকাল থেকেই ঘটনা স্থালে অবস্থান করছে।