জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব। রবিবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে উপ-সচিব প্রশাসন-১ এর এ.এফ.এম গোলজার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। এর আগে তিনি চট্রগ্রাম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষক পরিবারের সন্তান সাইফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে।