জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতি খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।
চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক ও কারিগরি বোর্ডের আন্ত: জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই জাতীয় প্রতিযোগিতায় টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছে। শারমিন বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পায় এবং জাতীয় পর্যায়ে দ্বীতীয় স্থান অধিকার করে। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহদীপুর গ্রামের ভ্যান-রিক্সা চালক সোহেলের কন্যা।
শারমিন জানায়, আমার স্কুলের শরীর চর্চা ম্যাম রমা রাণীর তত্ত্বাবধান, কঠিন অনুশীলন এবং সকলের দোয়ায় আমি কৃতিত্ব অর্জন করতে পেরেছি।
শরীর চর্চা শিক্ষক রমা রাণী বলেন, শারমিনের ভেতরে যথেষ্ট আগ্রহ আছে। যে কারণে তার সফলতা এসেছে। চর্চা অব্যাহত রাখলে তাকে আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবে গড়ে তোলা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, শারমিন জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিভূত হয়েছি। তার এই কৃতিত্ব অব্যাহত রাখতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।