ভুয়া তথ্যে বাংলাদেশি পরিচয় নিচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছে। এ ধরনের ঘটনায় একাধিক রোহিঙ্গাকে গ্রেপ্তার করলেও তারা কারাগার থেকে মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

পুলিশ জানায়, কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোহিঙ্গা হাফেজ আহমদ (৫০) ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন ও এনআইডি সংগ্রহ করেছিলেন। ২০১৯ সালে এ ঘটনায় মামলা হলে তিনি ছয় মাস কারাভোগ করেন। কিন্তু মুক্তির পরও তিনি পরিবারের সদস্যদের নামে এনআইডি তৈরি করেন। সম্প্রতি তাঁর মেয়ে জান্নাত আরার নামে এনআইডি (নম্বর-৯১৭৯০৯৯৭৪৩) ও পাসপোর্টের আবেদন করার ঘটনাও ধরা পড়ে। হাফেজ আহমদের স্ত্রী সনজিদা বেগমও একই মামলায় কয়েক মাস কারাভোগ করেছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়ন নিয়েও নতুন করে এনআইডি সংগ্রহের চেষ্টা চালিয়েছেন হাফেজ আহমদ। এ ছাড়া কক্সবাজারের সৈয়দ আলম নামের আরেক রোহিঙ্গাও এনআইডি ও পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন ব্যবহার করে পাসপোর্ট বানানোর চেষ্টার ঘটনাও ধরা পড়েছে। গত জানুয়ারিতে উখিয়ার দুই রোহিঙ্গা নারী—রাবেয়া খাতুন রাফিয়া (১৬) ও মারজান বিবি (২২)—ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করলে তারা আটক হন। অফিসের সহকারী পরিচালক মোবারক হোসেন জানান, দালাল চক্র আবেদনকারীর ছবি পরিবর্তন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে পাসপোর্ট নেওয়ার চেষ্টা চালায়।

এদিকে রোহিঙ্গারা স্থানীয় এলাকায় জমি কিনে বসতিও গড়ছে। কক্সবাজার শহরের হালিমাপাড়ায় বসতি গড়ে তোলা রোহিঙ্গা আজিজার মেয়ে রেসমিকা বেগম বর্তমানে স্থানীয় বালিকা মাদরাসার নবম শ্রেণিতে পড়ছে। তবে ভর্তি নথিতে নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই শত শত রোহিঙ্গা শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। ভবিষ্যতে তারা পরীক্ষার সনদ নিয়ে সরকারি চাকরিতেও ঢুকে পড়ার সুযোগ পেতে পারে। তিনি জানান, গত ৮ মে নয়জন রোহিঙ্গার ভুয়া এনআইডি সংক্রান্ত লিখিত অভিযোগ নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। এসব কার্ডে প্রকৃত মা-বাবার নামও সঠিকভাবে নেই, তবু তারা সনদ পেয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, দালালচক্রের সহায়তায় রোহিঙ্গাদের এভাবে বাংলাদেশি পরিচয় নেওয়া শুধু নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার জন্য নয়, সামাজিক ক্ষেত্রেও বড় ধরনের সংকট তৈরি করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), আইন প্রণয়নে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি।

ফরিদপুরে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, টিকিট পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনেরই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে

জামায়াত নেতা আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্ব্বোচ আদালত এ

মেঘালয়ে বাংলাদেশি নাগরিক পিটিয়ে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম পিটিআই

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা।

রায়গঞ্জে দুর্বৃত্তের হামলায় কলেজের ল্যাপটপ ও টিনশেট ঘর ভাংচুর

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কলেজের তিনটি টিনশেট ঘর ও ল্যাপটপ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী