নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে এক কৃষক আফিমের চাষ করছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েণ্দা পুলিশ ওই কৃষককে আটক ও আফিম গাছগুলো নষ্ট করে দিয়েছে।'
রোববার দুপুরে জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে ওই কৃষককে আটক করা হয়। এসময় আফিমগুলো নষ্ট করে দেওয়া হয়।
আটক কৃষকের নাম নূরুল ইসলাম (৪৫) তিনি ওই এলাকার বাসিন্দা।
জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ বলেন, শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে আফিম চাষের সত্যতা পাওয়া যায়। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়। এরপর খেত থেকে আফিম গাছগুলো নষ্ট করা হয়েছে।
তিনি জানান, অভিযানে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক গাছে ফুল ও ফল ধরেছিল। কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।'
উদ্ধার করা আফিমের গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.