ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে অভ‌্যন্ত‌রীন কোন্দ‌লে চিকিৎসা সেবা ব্যাহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভুঞাপু‌র স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে অভ‌্যন্ত‌রীন কোন্দ‌লের কার‌ণে তালা ঝু‌লি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শতশত রোগী চি‌কিৎসা না পে‌য়ে ফি‌রে যা‌চ্ছে।

সোমবার (১৪ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের ব‌র্হিবিভাগ ছাড়াও অন‌্যান‌্য গেটগু‌লো‌তে তালা দেয়া হয়েছে। অ‌ভি‌যোগ উঠে‌ছে হাসপাতা‌লের স্টাফ রানা মিয়ার নেতৃ‌ত্বে হাসপাতা‌লে তালা ঝু‌লি‌য়ে‌ছে কর্মচারীরা।

এদি‌কে হাসপাতা‌লে ব‌র্হি-বিভা‌গের একজন চি‌কিৎসক‌কে ধাওয়া ও হামলার ঘটনায় অন্যান্য চি‌কিৎসকরা নিরাপত্তাহীনতার কার‌ণে হাসপাতা‌লে এসে ফি‌রে গে‌ছেন।

অন‌্যদি‌কে হাসপাতা‌লের কর্মচারীরা টিএইচও আব্দুস সোবাহান ও আরএমও’র ডা. এনামুল হক সো‌হে‌লের অপসারণ চে‌য়ে কর্মবির‌তি পালন ক‌রে। এতে শতশত রোগী চি‌কিৎসা না পে‌য়ে ফি‌রে যা‌চ্ছেন। ইতোপূর্বে উপ‌জেলা স্বাস্থ‌্য কর্মকর্তার (টিএইচও) দুর্নী‌তির বিরু‌দ্ধে জেলা স্বাস্থ‌্য কর্মকর্তা বরাবর অ‌ভি‌যো‌গে দা‌য়ের ক‌রে‌ছে চি‌কিৎসক ও কর্মচারীরা।

হাসপাতা‌লে আসা রোগীরা জানান, সকা‌লে চি‌কিৎসা নি‌তে গি‌য়ে দে‌খি হাসপাতা‌লের গে‌টে তালা ঝুল‌ছে। কেউ নেই ভিত‌রে। কর্মচারীরা হাসপাতা‌লের বাইরে দাড়ি‌য়ে আছে। জরুরী বিভ‌া‌গে চি‌কিৎসা নি‌বো সেখা‌নেও শতশত মানুষের ভীর।

হাসপাতা‌লের স্টোর কিপার রানা মিয়া জানান, রবিবার রা‌তে দুইজন ব‌্যক্তি আমার বিরু‌দ্ধে মিথ‌্যা অ‌ভি‌যোগের চি‌ঠি নি‌য়ে আসে। এতে ক্ষিপ্ত হ‌য়ে হাসপাতা‌লের কর্মচারীরা কর্মবির‌তি দি‌য়ে‌ছে।

হাসপাতা‌লের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা ফ‌রিদুল ইসলাম জানান, টিএইচও আব্দুস সোবাহান এবং আরএমও’ এনামুল হক‌ সো‌হে‌লের ম‌ধ্যে দ্বন্দ্বের জে‌রে হাসপাতা‌লে অরাজকতা সৃষ্টি হ‌য়েছে। ওই দুই কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবির‌তি চল‌বে।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক হাসপাতা‌লে যে‌তে বাঁধা প্রাপ্ত হওয়া ওই চি‌কিৎসক জানান, ব‌র্হিবিভা‌গে যাওয়ার সময় লোকজন বাঁধা দেয় এবং হামলা করার চেষ্টা ক‌রে। প‌রে নিরাপত্তাহীনতার কার‌ণে দ্রুত হাসপাতাল ত‌্যাগ ক‌রি।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও পরিবার প‌রিক‌ল্পনা কর্মকর্তা (টিএইচও) আব্দুস সোবাহান ব‌লেন, আরএমওসহ ক‌য়েকজন আমার বিরু‌দ্ধে মিথ‌্যা অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছে। হাসপাতা‌লের তালা ঝুলা‌নোর বিষয়‌টি জানা নেই। ‌তিনজন চি‌কিৎসকসহ সেবিকারা চি‌কিৎসা সেবা দি‌চ্ছেন হাসপাতা‌লে। যারা হাসপাতা‌লে আসেন‌নি তা‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

জেলা সি‌ভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া জানান, হাসপাতা‌লের দুই কর্মকর্তার সা‌থে দ্বন্দ্বের জে‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে। বিষয়‌টি জানার পর নিয়ন্ত্রণের চেষ্টা করা হ‌লেও তারা কেউ কথা শো‌নে‌নি। প‌রে স্বাস্থ‌্য অধিদপ্ত‌রে ঘটনা‌টি জানা‌নো হ‌য়েছে।

এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার হাসপাতাল পরিদর্শন করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে শাহজাহাদপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা

রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, সে আহ্বান জানিয়েছি

নিজস্ব প্রতিবেদক: ‘গণঅভ্যুথানের সাড়ে পাঁচ মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল’-এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে আলোচনার

যমুনা নদী থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর তেবাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৯) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ি। শনিবার বিকালে টাঙ্গাইল জেলার

বিটিআরসিকে ব্যবহার করে ৯ বছরে ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠানের লুটপাট

ঠিকানা টিভি ডট প্রেস: সময়ের হিসেবে ৯ বছর। টাকার হিসেবটা ৮ হাজার কোটি টাকা। ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ) নামে সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে পুরো টাকাটাই

সিরাজগঞ্জে জনতা ব্যাংক ও গ্রাহকের টাকা মেরে আল-আমিনের বিভিন্ন ব্যবসা

সিরাজগঞ্জ প্রতিনিধি: এখনও খোঁজ মেলেনি সিরাজগঞ্জের বেলকুচির তামাই শাখার জনতা ব্যাংকের ক্যাশ ভল্টের ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার। এরই মাঝে তথ্য মিলেছে, ব্যাংকের

যাদের সাহায্যে এক প্রকল্প থেকেই ৫শ’ কোটি ডলার আত্মসাৎ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে