ভুঞাপুরে চক্ষু হাসপাতাল দুইদিন পর তালা খুলে দিলো সেনাবাহিনী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর চক্ষু হাসপাতালের নারী কর্মচারীকে সাময়িক বহিস্কার করার কারণে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেয়ার দুই দিন পর খুলে দিয়েছে সেনাবাহিনী। এর আগে গত ১ নভেম্বর দুপুরে খন্দকার জাহাঙ্গীর হোসেন ও জুলহাস উদ্দিনের নেতৃত্বে কয়েকজন গিয়ে হাসপাতালের কর্মকর্তা/কর্মচারী ও রোগীদের বের করে দিয়ে হাসপাতালে তালা লাগিয়ে দেয়। পরে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিকার চেয়ে ক্যাম্প কমান্ডারের কাছে রবিবার (৩ নভেম্বর) লিখিত অভিযোগ দেয়। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল গিয়ে বিকেলে হাসপাতালে লাগানো তালা ভেঙে খুলে দেয়। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে হাসপাতালের কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

ভূঞাপুর চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের লিখিত অভিযোগে জানা যায়, হাসপাতালের কর্মচারী খাদিজা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিস্কার করা হয়। বহিস্কারের কারণে পশ্চিম ভূঞাপুরের খন্দকার জাহাঙ্গীর হোসেন ও ঘাটাদির জুলহাস উদ্দিনের নেতৃত্বে ২০/২৫ জন হাসপাতালে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ লেখার সময় ওই কাগজটিও ছিনিয়ে নেয় এবং হাসপাতালের এডমিন ইনচার্জ হাতেম আলী খানকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।

স্থানীয় রকিবুল ইসলাম ভূইয়া জানান, হাসপাতালটিতে অত্র অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অল্প টাকায় চোখের চিকিৎসা নেয়। প্রকাশ্য এইভাবে হাসপাতালে তালা লাগিয়ে দেয়া উচিত হয়নি।

ভূঞাপুর চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকায় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিস্কার করেছে। সেখানে বিএনপির নেতারা কর্মী বাহিনী এসে তালা ঝুলিয়ে দিয়েছে। এটা তারা সমাজ বিরোধীর কাজ করেছে। শুধু তাই না হাসপাতালের এক কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেছে। থানায় কোন অভিযোগ নেয়নি। পরে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দেয়ার পর রবিবার বিকেলে তারা তালা ভেঙে খুলে দিয়েছে। ফলে সোমবার সকাল থেকে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের বিরোধে আওয়ামী লীগে কোন্দল’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সারা দেশে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের অনুসারী কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। মূলত, এরা একই দলের

স্বামীকে কুপিয়ে হত্যা করে নিজেই থানায় গেলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে মো. রাকিব ইসলাম (২০) নামের এক স্বামীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী জিনিয়া ইসলাম। স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরে থানায়

‘আয়নাঘর’ ও ‘হারুনের ভাতের হোটেল’ নামে একাধিক সিনেমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার সরকার পতনের পর গত ১০ দিনে ৬টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে,

বাগাতিপাড়ায় ইয়াবাসহ উপসহকারী কৃষি অফিসার আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি অফিসারসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া

আ.লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে নেয়া হয়েছে।রিটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।