সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী বা ‘পাগলী’র কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেকা বেগম, যাকে সবাই ‘সালেকা পাগলী’ নামে চিনতেন। দীর্ঘদিন ধরে পৌর এলাকার ১ নম্বর রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে বসবাস করতেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং প্রাপ্ত অর্থ সঞ্চয় করে নিজের কক্ষে সংরক্ষণ করতেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয়রা দেখতে পান—সালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। সন্দেহবশত বস্তাটি খোলা হলে তার ভিতরে টাকাভর্তি দুটি বস্তা পাওয়া যায়। এতে এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও শত টাকার বিভিন্ন নোট ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই বস্তায় ছিল। টাকা রাখার নিরাপদ জায়গা না থাকায় সালেকা পাগলী ঘরের কোণে বস্তায় ভরে রেখেছিলেন।
এ বিষয়ে স্থানীয় আব্দুল কাদের জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তার মধ্যে বিপুল পরিমাণ টাকা রয়েছে। টাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা টাকা গণনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.