ভাসানীর জন্ম না হলে পাকিস্তান ও বাংলাদেশের জন্ম হতো না -কাদের সিদ্দিকী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যে মানুষটির (মওলানা ভাসানীর) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। মওলানা ভাসানীর জন্ম না হলে এ ভুখন্ড পাকিস্তানের জন্ম হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। সেই বুজুর্গ মওলানার অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। রবিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মত্যুবার্ষিকীতে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। পরিবর্তন মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পায় নাই। সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী-পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না।

তিনি বলেন, যারা সরকার চালাচ্ছে তাদেরকে অনুরোধ করবো, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন- দেশের মানুষকে সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযথযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। অতীতকে বর্জন করে, অস্বীকার করে, যদি কেউ পরিবর্তনের সুফল পেতে চায়- তাহলে আহাম্মকের স্বর্গে বাস করছে। দু’দিন পরে তাদেরকও একই ফল ভোগ করতে হবে।

বঙ্গবীর বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী একজন পীর কামেল। এরকম অলি, এরকম জনগণের বন্ধু- এই উপমহাদেশে খুব কমই আছে। আমি আল্লার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন। মওলানা ভাসানীর ওসিলায় আল্লাহ মানুষকে শান্তিতে রাখুন।

তিনি আরও বলেন, এই দেশের মানুষ চায় গণত্রন্ত্র, চায় ভোটাধিকার, শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের প্রধান কারণ- তিনি মানুষের ভোটাধিকারক সম্মান করেন নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই। যার ফল শেখ হাসিনা ভোগ করছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এরকমই হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছে তাদের পরিণতি খুব ভালো হবে না- এটা আমার বিশ্বাস।

এসময় কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পেনশন আটকে থাকা সেই শিক্ষকের স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেলেন

জেমস আব্দুর রহিম রানা: যশোরে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন পেনশনের টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলামের (৬৫) স্ত্রী তোহরা খাতুন

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ

ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বিক্ষোভ অটোরিকশা চালকদের, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অটোরিকশা চালকরা বিক্ষোভ শুরু করেছেন। গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেয়ার ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন

৫৪৮ কোটি টাকার চেক আটকে দিলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: কোম্পানিটি ব্যাংকের সঙ্গে যোগাযোগের জন্য যে নম্বরটি দিয়ে রেখেছিল তা বন্ধ পাওয়া গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ গতকাল একটি স্বল্পপরিচিত কোম্পানির ৫৪৮ কোটি টাকা

গ্রিন টিভির সম্প্রচার সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থতা ও পাঠানো নোটিশের শর্ত ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ

নতুন ‘রাজনৈতিক দল’ গঠন করছে শিক্ষার্থীরা, এক মাসের মধ্যে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ