‘ভাষা আন্দোলনকে যেভাবে প্রভাবিত করেছিলেন লেখক-সাহিত্যিকরা’

নিজস্ব প্রতিবেদক: মাতৃভাষায় কথা বলার দাবিতে যখন আন্দোলন চলছে তখন পূর্ববাংলারই অনেক বাঙালি-অবাঙালি অভিজাত শ্রেণির কেউ কেউ উর্দুর সপক্ষে। শিক্ষিত ও ছাত্রসমাজের একটি বড় অংশও সে ভাবধারাকে সমর্থন করত। ফলে এদের মনোভাব পরিবর্তন করা ছিলো জরুরী। কারণ সমাজের এ মনোভাবের পরিবর্তন করতে না পারলে ভাষা আন্দোলন শেষ পর্যন্ত সাফল্য পেত কিনা সে প্রশ্ন থেকেই যায়। আর সে ক্ষেত্রে লেখকরা এ মনোভাবের পরিবর্তন এনেছিলেন তাদের লেখনীর মধ্য দিয়ে।

কবি ফররুখ আহমদ তার ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ প্রবন্ধে লেখেন-গণতান্ত্রিক বিচারে যেখানে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত সেখানে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে পর্যন্ত যারা অন্য একটি প্রাদেশিক ভাষায় রূপান্তরিত করতে চান, তাদের উদ্দেশ্য অসৎ। পূর্ব পাকিস্তানের সব অধিবাসীর সঙ্গে আমিও এক প্রকার অসাধু প্রতারকদের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

কাজী মোতাহার হোসেন বলেন, ‘বর্তমানে যদি গায়ের জোরে উর্দুকে বাঙালি হিন্দু-মুসলমানদের ওপর রাষ্ট্রভাষা রূপে চালানোর চেষ্টা হয়, তবে সে চেষ্টা ব্যর্থ হবে। কারণ ধূমায়িত অসন্তোষ বেশিদিন চাপা থাকতে পারে না। শিগগিরই তাহলে পূর্ব-পশ্চিমের সম্বন্ধের অবসান হওয়ার আশঙ্কা আছে।’

‘বাংলা ভাষাই হইবে আমাদের রাষ্ট্রভাষা’ প্রবন্ধে আবুল মনসুর আহমদ লেখেন, উর্দুকে রাষ্ট্রভাষা করিলে পূর্ব পাকিস্তানের শিক্ষিত সমাজ রাতারাতি ‘অশিক্ষিত’ ও সরকারি চাকরির অযোগ্য বনিয়া যাইবেন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ফার্র্সির জায়গায় ইংরেজিকে রাষ্ট্রভাষা করিয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদ মুসলিম শিক্ষিত সমাজকে রাতারাতি ‘অশিক্ষিত’ ও সরকারি কাজের ‘অযোগ্য’ করিয়াছিল।’

১৯৫১ সালে চট্টগ্রামে একটি সাংস্কৃতিক সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন করেন কবি সুফিয়া কামাল। তিনি তার ভাষণে বলেছিলেন, ‘ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে ভালোবাসুন, আজকের দিনে আমার মতে সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক এককথায় বুদ্ধিজীবী ও সংস্কৃতিবানদের সামনে এ ভালোবাসার মন্ত্র ছাড়া আর কোনো মন্ত্র নেই, এ ভালোবাসার শপথ ছাড়া কোনো শপথ নেই।’ পূর্ববাংলাব্যাপী যে নতুন সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটেছিল, সুফিয়া কামালের ভাষণে তার ইঙ্গিত ছিল।

আবদুল করিম সাহিত্যবিশারদ সেদিনই ওই মঞ্চে বলেন, ‘হুসেন শাহ, পরাগল খাঁ, ছুটি খা ও অন্যান্য বহু খান-পাঠান নৃপতিগণ ইহা হৃদয়ঙ্গম করিয়াছিলেন যে, রাজত্ব স্থায়ী করিতে হইলে দেশের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। ইহা তাহারা উপলব্ধি করিয়াছিলেন বলিয়াই নিজেদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য রচনায় উৎসাহ দিয়াছিলেন। ভাষার নিপীড়ন চালাইলে পাঠান-মোগল শাসন অনেক আগেই ধ্বংস হইয়া যাইত- কয়েক শতাব্দী তার অস্তিত্ব থাকিত না।’

এভাবে লেখক-সাহিত্যিকদের দৃঢ়তাপূর্ণ ভূমিকা বাঙালি মানসকে তৈরি করছিল, যার কারণেই ২১ ফেব্রম্নয়ারি একটি অসাধারণ ইতিহাস সৃষ্টি করেছিল তারা। আর সব শ্রেণির সমর্থনে রাষ্ট্রভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো পূর্ববাংলায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় দুই পাওনাদারের নামে আদালতে মামলা দায়ের করেছে সিদ্দিক জামাল নামে এক প্রতারক। শনিবার (৩ মে) দুপুরে সলঙ্গা

আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক অগ্নি রায়।

পুলিশ স্বাভাবিক কাজ শুরু করলে সেনাসদস্যরা ক্যান্টনমেন্টে ফিরে যাবে: রাজশাহীতে সেনাপ্রধান

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ১৩ আগস্ট ২০২৪ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সম্পন্ন ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, ট্রমা

ছাত্রলীগ কেন পারছে না

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের সাথে গতকাল ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের যারা প্রত্যক্ষদর্শী তাদের বিবরণ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় ঢাকা

৪১তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ, বাদ পড়লেন ৬৭ জন’

ঠিকানা টিভি ডট প্রেস: ৪১তম বিসিএসের ২ হাজার ৪৫৩ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি’) সুপারিশ করা তালিকা থেকে ৬৭ জন