ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৫ যুবক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৫ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে উজ্জল হোসেন (১৮), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে সালেক নুর (৩৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ৫ বাংলাদেশি যুবক ভারত থেকে বাংলাদেশে আসার পথে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৯/এমপি’র নিকট স্থানীয় জনগণের সহায়তায় টহলদল তাদের আটক করে। এ সময় ২ জনের কাছে বাংলাদেশি ও ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। গত কয়েকদিন আগে কাজের উদ্দেশে ভারতে গমন করেছিল। শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে বিজিবি আটক করে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আগামী তিনদিনও বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই

হালুমের সঙ্গী হলেন তিশা

আসছে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। দিনটিকে সামনে রেখে ইউনেস্কো ঢাকা অফিস, আইইউসিএন এবং দ্য এশিয়া ফাউন্ডেশন-এর উদ্যোগ এবং সহযোগিতায় শিশুদের কাছে বাঘের গুরুত্ব এবং

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে শাসক স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, মাইক্রোবাসসহ আটক ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। শুক্রবার (৬ ডিসেম্বর)। ভোরে সিরাজগঞ্জ

এমপি আনার হত্যাকান্ডে জড়িত কে এই শিলাস্তি রহমান

ঠিকানা টিভি ডট প্রেস: আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় শিলাস্তি রহমান নামে এক তরুণীর নাম উঠে এসেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শিলাস্তিকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার

যশোর জেনারেল হাসপাতাল ধারণক্ষমতার তিনগুণ শিশু রোগী নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

ভর্তি রোগীদের পাশাপাশি চাপ বেড়েছে বহির্বিভাগে জেমস আব্দুর রহিম রানা: সারা দেশের মতো যশোরেও বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এ রোগে আক্রান্ত রোগীদের