টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নির্বাচন ঠেকাতে এবং তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার জন্য নানা অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা এসব ষড়যন্ত্র চালাচ্ছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ৭১ মঞ্চের নামে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। তাই এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭৩ সালে ভোটবিহীন সন্ত্রাসী কায়দায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর দেশে ৭৪ এর দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের পেটে ভাত ছিলো না পরনে কাপড় ছিল না কলার পাতায় দাফন করানো হতো। অন্যদিকে বাংলাদেশে জয় বাংলা স্লোগানের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষদের বিভক্ত করার চক্রান্তে লিপ্ত হয়েছিলো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.