ভারত কেন চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে রাজী না

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর। ভারত সফরে তিনি তিস্তার পানি চুক্তি, অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটি কোন প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। আর এই সফরকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে, নেইবর ফাস্ট।’ নরেন্দ্র মোদির এই নীতির অংশ হিসেবেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’

এই সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভারত সফরই করছেন না। আগামী ২১ জুন দুইদিনের ভারত সফরের পর তিনি আগামী ৯ জুলাই চীন সফর করবেন এবং চীনের সঙ্গে অর্থনৈতিক, বিনিয়োগ এবং নানা রকম বাণিজ্যিক বিষয় নিয়ে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া হবে। যদিও চীন এবং ভারত সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের এবং দুটি দেশ এখন পরস্পরের শত্রু হিসেবে বিবেচনা করে, তবুও বাংলাদেশের সঙ্গে চীনের অতিরিক্ত মাখামাখি নিয়ে ভারত মোটেও বিব্রত নয়, বিরক্ত নয়। বরং ভারতের কূটনৈতিক মহল বাংলাদেশ-চীনের সম্পর্ককে পাশ কাটিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। এটি বিশ্ব কূটনীতিতেও একটি বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে।

এটি কেন সম্ভব হচ্ছে’? এর ব্যাখ্যা হিসেবে কূটনৈতিক বিশ্লেষকরা একাধিক কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, শেখ হাসিনার দূরদর্শী। নেতৃত্ব শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই তিনি ভারত এবং চীনের মধ্যে একটি বড় ভারসাম্য রক্ষা করতে পেরেছেন। শেখ হাসিনার কূটনীতির একটি বড় দিক হল বিশ্বস্ততা। তিনি যে কথা দেন সে কথা তিনি রাখেন। তিনি বাংলাদেশকে কারও ক্ষতি করার জন্য ব্যবহার করতে দেন না। তিনি বাংলাদেশে সুনির্দিষ্ট পররাষ্ট্র নীতি অর্থাৎ ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’এটি অক্ষরে অক্ষরে মেনে চলেন। তিনি যেমন বাংলাদেশ-চীন সম্পর্ককে ভারত বিরোধিতার জন্য ব্যবহৃত হতে দেন না, তেমনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে যেন চীন বিরোধী প্রপাগান্ডা পরিণত না হয় সে জন্য সতর্ক থাকেন। আর এ কারণেই এই সম্পর্কগুলোকে সকলেই ইতিবাচকভাবে লক্ষ্য করে। কারও জন্যই ক্ষতিকারক নয় বাংলাদেশ-এই ধারণাটি বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছেন শেখ হাসিনা।

দ্বিতীয়ত, ভারতের বাংলাদেশকে অত্যন্ত দরকার এবং বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর গত ১৫ বছর ভারত লাভবান হয়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের দমন করা, বাংলাদেশে তাদেরকে জায়গা না দেওয়া, ভারতের জন্য ট্রানজিট সুবিধা দেওয়া এবং অবাধ বাণিজ্য সহ বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তাতে ভারত উপকৃত হয়েছে। এর ফলে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রায় দমন হয়ে গেছে। ভারতের হাজার হাজার কোটি রুপি বেচেছে। এ কারণে ভারত শেখ হাসিনার কোন বিকল্প দেখছে না বা দেখতেও চায় না।

তৃতীয়ত, বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই।’ ভারত সুস্পষ্ট ভাবে অনুধাবন করতে পেরেছে যে, বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো আর কোন যোগ্য নেতা নেই। অর্থাৎ শেখ হাসিনার কোন বিকল্প নেই। আর এ কারণেই ভারত মনে করে যে, বাংলাদেশ-চীনের সম্পর্ক যেভাবেই এগিয়ে নিক না কেন তা ভারতের স্বার্থের জন্য কখনোই ক্ষতিকর হবে না। শেখ হাসিনা সেটি করবেন না। বরং চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রাখছে তার নিজের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য। আর এ কারণেই শেখ হাসিনার এই কূটনীতি প্রশংসিত হচ্ছে। ভারত যেমন বাংলাদেশকে এখন এই অঞ্চলের প্রথম বন্ধু হিসেবে বিবেচনা করছে তেমনি চীনও বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বাড়াচ্ছে প্রতিনিয়ত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু’

নিজস্ব প্রতিবেদক: ক্রমশ জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু। একদিকে আইনগতভাবে তার মামলাগুলো মোকাবিলা করতে চাইছেন ড. ইউনূস। অন্যদিকে এটি নিয়ে তিনি আন্তর্জাতিক একটি ইস্যুতে পরিণত

ডাকাতি চোরাই মালামাল কেনার মূল আসামী এরশাদ মালামালসহ ম্যানেজার আটক

জুয়েল রানা: উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ। যমুনা সেতু পশ্চিমে -হাটিকুমরুল রোডে প্রায় প্রতিদিন রাতেই ঘটছে ডাকাতি ঘটনা। দরজায় কড়া নারছে পবিত্র ঈদুল ফিতর। ঢাকা থেকে

সুরমা নদীর তীব্র স্রোতে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকাডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের

সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত সেই শ্যামল গ্রেপ্তার গ্রেপ্তার শ্যামল চন্দ্র

ঠিকানা টিভি ডট প্রেস: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যা মামলার আসামি শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বামনডাঙ্গা স্টেশন বাজার

বন্যাদুর্গতদের সহায়তায় ৫০০ টন ত্রাণ নিয়ে প্রস্তুত শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ৬ জেলায় আকস্মিক বন্যায় মোট ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার

‘বিবাহ নিবন্ধন ‘নিকাহনামা’ ফরমে সংশোধনী আসছে’

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে মুসলিমদের বিয়ের ক্ষেত্রে নিবন্ধনের ফরম সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। প্রায় ৫০ বছর পর নিকাহনামার এই সংশোধনে বাদ যাচ্ছে নারীর