নিজস্ব প্রতিবেদক: বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় এক ছাত্রলীগ সভাপতিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সজীব হালদার (২৯) ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তবে তার নামে কোনো মামলা আছে কিনা তা জানা যায়নি।
বুধবার (৭ আগস্ট') বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে জিজ্ঞাসাবাদ শেষে বিজিবি তাকে আটক করে। সজিব হালদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামে সুনিল হালদারের ছেলে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, সন্দেহজনকভাবে সজিবকে আটক করা হয়েছে। সে কোনো নাশকতার সঙ্গে জড়িত কিনা থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় যাচাই করা সম্ভব হয়নি। থানার কার্যক্রম শুরু হলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অবৈধভাবে যাতে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে বেনাপোল ও শার্শা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ সীমান্তে বিজিবির নজরদারি ও লোকবল বাড়ানো হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.