চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে রামগিরি মহারাজের কটূক্তি এবং বিজেপি নেতা নিতেশ রানে তা সমর্থন করার প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় আলেম-সমাজ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে বাবলা চত্বর থেকে মূল সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌহালী সরকারি কলেজ এসে শেষ হয়।
এসময় মিছিল শেষে বক্তব্য রাখেন, মাওলানা আশরাফ আলী, মাওলানা আফসার উদ্দিন,মোঃ জাবি উল্লাহ , মাওলানা সোলাইমান হোসেন, আবদুল হালিম, কাজী রুহুল আমিন ও আবদুল কদ্দুস আলী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,'আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) যাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সেই রাসুলের (সা.)-এর প্রতি যে অবমাননা করা হয়েছে তা কোনোদিনও ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিবেনা। তাই আমরা আলেম সমাজ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
তাঁরা বলেন,সারাবিশ্বের কোথাও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার হলে বাংলার মুসলমানরা বসে থাকবে না। তাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন নাতে রাসুল গেয়ে মহানবি (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান অংশগ্রহণকারীরা।
সভায় আরও বলেন , 'সারাবিশ্বের মুসলমানরা একটা দেহের মতো কোনো একটা অঙ্গ ব্যথা পেলে সারা দেহ ব্যথা পাই। আজ যেভাবে ভারতে মুসলমান ভাইবোনদের ওপর নির্যাতন-চালানো হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.