ভারতে মসজিদ ভেঙ্গে মন্দিরের দাবি: ব্যাপক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। মসজিদটির অবস্থান যেখানে, সেখানে আগে একটি মন্দির ছিল বলে দাবি করে কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি আদালতে পিটিশন দাখিল করেছিলেন। এরপর আদালত তাদের আবেদন মেনে সেখানে একটি জরিপ পরিচালনার নির্দেশ দেয়।

রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল। কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। তারা পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তাদের ওপর গুলি চালিয়ে নাঈম, বিলাল এবং নোমান নামের তিন মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সকালে একজন অ্যাডভোকেট কমিশনার-এর নেতৃত্বে জরিপকারী একটি দল মসজিদে যায়। এ সময় প্রায় ১ হাজার লোক সেখানে জড়ো হন, এবং তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারী দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। সেই সময় জনতা ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পুলিশের ব্যাপক শক্তি প্রয়োগের ফলে তিন মুসলিমের মৃত্যু হয়। এছাড়া মোরাদাবাদ ডিভিশনাল কমিশনার অঞ্জনেয়া কুমার সিং জানান, পুলিশের সুপারিনটেনডেন্টের গানারসহ ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

যে হিন্দুত্ববাদী ব্যক্তিরা মসজিদের জায়গায় মন্দির থাকার দাবি করেছেন, তারা আদালতের পিটিশনে বলেছেন মুঘল শাসক বাবুরের আমলে ১৫২৯ সালে মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল।

সমালোচকরা বলেছেন, মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া এরমাধ্যমে ভারতের উপাসনা আইন ১৯৯১ ভঙ্গ করা হয়েছে। এই আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে।’

তিন মুসলিমকে হত্যার পাশপাশি নারীসহ আরও অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, যারাই আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রায় ৫০ জন আহত ও তিনজকে হত্যার পরও মসজিদটিতে জরিপ চালিয়েছে জরিপকারী দল। তারা আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে গেছেন। আগামী ২৯ নভেম্বরের মধ্যে আদালতের কাছে জরিপের প্রতিবেদন জমা দিতে হবে।

স্থানীয় রাজনীতিবিদরা বলেছেন, নরেন্দ্র মোদির বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে। তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এই কাজ করেছে। কারণ গত মঙ্গলবারও সেখানে একবার জরিপ চালানো হয়েছিল। আজ রোববার সকালে কেন আবার সেখানে জরিপকারীরা গেল এ নিয়ে প্রশ্ন রেখেছেন অনেকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে

রাশিয়ার সর্ববৃহৎ হামলা ইউক্রেনে: ৭২৮ ড্রোন ও ১৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেস্ক: ইউক্রেনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার মধ্যরাতে চালানো এই হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক

শাহরাস্তিতে রাতের আঁধারে মসজিদে ভাংচুরঃ ১৭ টি পিলার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

রাফিউ হাসান হামজাঃ শাহরাস্তিতে রাতের আঁধারে মসজিদের ১৭ টি পিলারে ভাংচুর করেছে দূর্বত্তরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে মুসুল্লিরা।

জঙ্গি সংগঠন ইস্কনের বিরুদ্ধে তাড়াশে মুসুল্লিদের বিক্ষোভ সমাবেশ

লুৎফর রহমান তাড়াশ: বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইস্কন) নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এ সময় অ্যাডভোকেট

বেলকুচিতে সরকারী বে-সরকারী ও স্থানীয় সেবা দানকারীদের সাথে সংযোগ সভা

আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা পর্যায়ের সরকারী বেসরকারী ও স্থানী সেবাদানকারীর সাথে সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৯ অগাস্ট) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য

গানের কলি ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক যখন জেলে!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ৫মে, ২০২৫: জনপ্রিয় বাউল গানের কলি ফেসবুকে পোস্ট করায় সাংবাদিক যখন জেলে! হায় কি বিচিত্র এ বাংলাদেশ! জানা গেল, শনিবার ৩ মে