
অনলাইন ডেস্ক: বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ।
ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশি সকল পণ্য বয়কটের আহ্বান জানান।
ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, ‘আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে, সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ। তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন।’
পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি।’