
অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। রাজ্যের সব জেলায় ৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
এনডিটিভি ও এএফপি জানায়, প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৪০০ কোটির বেশি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্ডি জেলায়, যেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ সচিব ডিসি রানা জানান, “বর্তমান হিসাবে ক্ষতির পরিমাণ ৪০০ কোটির বেশি হলেও প্রকৃত ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতে পারে। এখন মূল লক্ষ্য নিখোঁজদের সন্ধান, উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধার করা।”
তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব পেতে সময় লাগবে।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচল প্রদেশসহ গুজরাট, রাজস্থান, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়—বর্ষাকবলিত অন্যান্য রাজ্যেও জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বাহিনী পাঠানো হবে বলেও জানান তিনি।