প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল। শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পিনাকী ভট্টাচার্য।
তিনি লেখেন, “আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে। ভারতমাতা তার শত্রুদের চিনে। বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?”
এর একদিন আগে, শুক্রবার (৯ মে), ভারত সরকারের অনুরোধে ইউটিউব বাংলাদেশি চারটি টেলিভিশন চ্যানেল ভারতে বন্ধ করে দেয়। চ্যানেলগুলো হলো—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি।
ভারত থেকে বিবিসির একজন প্রতিনিধি নিশ্চিত করেন, ওই চ্যানেলগুলো ইউটিউব ভার্সনে আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এমন একটি মেসেজ—“সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।”
ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে মোট ৩৮টি টিভি চ্যানেল যাচাই করে নিশ্চিত করেছে, শুধুমাত্র এই চারটি চ্যানেল ভারতে বন্ধ। যমুনা টেলিভিশন জানিয়েছে, ইউটিউব কর্তৃপক্ষ তাদের একটি অফিশিয়াল নোটিশ দিয়েছে এই ব্লকিং সংক্রান্ত বিষয়ে।
ডিসমিসল্যাবের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, কোনো কনটেন্ট যদি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করা হয়, তাহলে সরকার ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মকে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম X (পূর্বের টুইটার) জানায়, ভারত সরকারের অনুরোধে তাদের প্রায় ৮,০০০ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.