নিজস্ব প্রতিবেদক: ভারতে পালানোর সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।'
তিনি আরও বলেন, মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিলো। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলো মেহেদী। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাইবে বলেও জানায় পুলিশ।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.