
অনলাইন ডেস্ক: ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শুক্রবার গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানে হামলা চালানোর পর এখন পর্যন্ত ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।
গত ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। আর গত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের হামলার বিরুদ্ধে পাকিস্তান যথাযথ প্রতিক্রিয়ায় জবাব দিচ্ছে।