ভারতের সঙ্গে সম্পর্ক, অন্তর্বর্তী সরকার ও সংস্কার নিয়ে তারেক রহমানের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। দীর্ঘ প্রায় দুই দশক পর মুখোমুখি এই সাক্ষাৎকারে তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক রাজনৈতিক এবং দলের পক্ষ থেকে সরকারের সাফল্য কাম্য। তবে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে সরকারের কার্যকারিতা ও দায়িত্বপরায়ণতার ওপর। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময়সীমা ও রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে সরকার পর্যাপ্ত দৃঢ়তা প্রদর্শন করলে জনমনে সংশয় ধীরে ধীরে দূর হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তার বক্তব্য স্পষ্ট। তিনি বলেন, “ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে আমাদের কিছু করার নেই। বাংলাদেশে আমাদের প্রথম এবং সর্বাগ্রে স্বার্থ হলো দেশের মানুষ ও সার্বভৌমত্ব।”

সংস্কার ও রাজনৈতিক কাঠামোর বিষয়ে তিনি জানান, বিএনপি গণতান্ত্রিক মূলনীতি বজায় রেখে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রাখতে পারে। এক ব্যক্তি তিন পদে থাকার বিষয়ে দলের ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে তিনি বলেন, দ্বিমত থাকাটাই গণতন্ত্রের অংশ এবং এটি দলের গণতান্ত্রিক অবস্থানের প্রকাশ।

তারেক রহমান আরও উল্লেখ করেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য দলের মূলনীতি এবং কূটনীতির নীতি সবসময় “সবার আগে বাংলাদেশ” হিসেবে প্রাধান্য পাবে।

এভাবে তারেক রহমানের সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক সংস্কার—সবকিছুতে বিএনপির দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা

গভীর রাতে বিধবার ঘরে কৃষকদল নেতা, পদ থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল নেতা আনোয়ার হোসেন এক বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে পদ থেকে বহিষ্কৃত হয়েছেন। তবে অভিযুক্ত নেতা ওই

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ৬০ লাখ টাকা লোপাটের অভিযোগ।

আমিনুল হক,শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০১৫ সালের ৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫

লন্ডনে ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি

ঠিকানা ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ড. ইউনূসের বিরুদ্ধে

জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ। হাদিসে দিনটিকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ হিসেবে ঘোষণা করা হয়েছে। চল্লিশটিরও বেশি হাদিসে জুমার প্রসঙ্গ এসেছে। এতে জুমার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায়