অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের চার দিন পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার (৯ ফেব্রুয়ারি)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজধানী ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বীরেন সিং। পরের দিন রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই বিজেপির এই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান।
মণিপুরে জাতিগত সহিংসতার প্রায় ২১ মাস পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন। এই সহিংসতায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিমত যে রাজ্যটিতে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সংবিধানের বিধান অনুসারে সেই রাজ্যের সরকার পরিচালনা করা সম্ভব নয়।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.