আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে ১৯ দিনের ভয়াবহ সংঘাতে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল। এবার সেই সময়কার এক ভয়ঙ্কর সম্ভাবনার ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শনিবার (১২ জুলাই) ইসলামাবাদের এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গে শেহবাজ বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তি ও প্রতিরক্ষার জন্য। এটি কখনো আগ্রাসনের জন্য নয়।”
তবে কূটনৈতিক মহলের মতে, তার এই বক্তব্যে পরোক্ষ স্বীকারোক্তি মিলেছে যে পরিস্থিতি সত্যিই পারমাণবিক সংঘাতের দিকে গিয়েছিল।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় একাধিক ভারতীয় সেনা নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। প্রথমে তারা সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে এবং ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে অভিযান চালায়।
এর পাল্টা জবাবে ইসলামাবাদ ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ নামে সামরিক প্রতিক্রিয়া জানায়। টানা চার দিন ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের দাবি, ওই অভিযানে তাদের অন্তত ৫৫ জন নিহত হন।
দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং বিশ্লেষকরা জানান, এই সংঘাতের সময় উভয় দেশই পরমাণু অস্ত্র প্রস্তুতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও সে সময় প্রকাশ্যে সতর্ক করে বলেছিলেন, ভারত-পাকিস্তান যেকোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ পরমাণু যুদ্ধ।
পরিস্থিতি এখন কিছুটা শান্ত হলেও বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এমন উত্তেজনা যে কোনো সময় আবার বড় সংঘাত ডেকে আনতে পারে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.