ভারতপ্রেমী রেজওয়ানা চৌধুরী বন্যার বিরুদ্ধেও বয়কটের ডাক কলকাতায়

অনলাইন ডেস্ক: এবার ভারতের মাটিতে বয়কটের ডাকের শিকার হলেন ভারতপ্রেমী বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী কলকাতাবাসী।

আগামী ২৮ ডিসেম্বর কলকাতা সংলগ্ন মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। মেলার উদ্বোধনী সন্ধ্যায় শিল্পীর তালিকায় রয়েছেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। মধ্যমগ্রামের হিন্দুত্ববাদীদের একাংশ বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ। যদিও পাল্টা কড়া অবস্থান নিয়েছে আয়োজকরা। তারা ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে দ্বিগুণ নিরাপত্তা নিয়ে অনুষ্ঠান হবে কিন্তু বয়কট হবে না।

মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে, যদি এ শিল্পীকে অনুষ্ঠানে অংশ নিতে দেয়া হয় তাহলে এবার পরিবেশ মেলা তারা বয়কট করবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালে আন্তর্জাতিক শিল্পী হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক শিল্পী সম্মান, পদ্মশ্রী পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও ২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রক প্রদত্ত ‘সংগীত সম্মান পুরস্কার’ পেয়েছেন তিনি। যদিও অনেক বিশ্লেষক বলেন যে শুধু সঙ্গীতের জন্য নয়, তার এই সকল পুরস্কার পাওয়ার পিছনে মূল ভূমিকা রেখেছিল অতিরিক্ত ভারতপ্রেম।’

ভাইরাল হওয়া বয়কটের ওই পোস্টে লেখা হয়েছে, একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পৌরসভার কাছে আবেদন জানাচ্ছি আগামী ২৮ ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোন শিল্পীকে দয়া করে কোন অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তারপর সব। অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখবেন।

সব দেশের শিল্পীকেই তারা শ্রদ্ধা করেন উল্লেখ করে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ভারতীয় গণমাধ্যমে বলেন, আমরা শিল্পীদের নিয়ে বিভাজনের রেখা টানতে চাই না। এটা বাঙালি, বিশেষ করে সঙ্গীত অনুরাগীদের সংস্কৃতি নয়। যারা বিভাজনে বিশ্বাস করেন, তারা করতেই পারেন। তবে, এটা ঠিক নয়।

এ নিয়ে পৌরসভার কাছে কেউ আপত্তি জানায়নি বলেও জানিয়েছেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পদ্মা নদীর জাজিরা প্রান্তে ৩ ছিনতইকারী আটক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট নৌ ফাড়ির পরিদর্শক জসিমউদদীন এর নেতৃত্বে পদ্মা নদীতে ছিনতাই করার সময়, হাতে নাতে ৩ ছিনতাইকারী আটক।আটককৃতরা হলেন,রুবেল মাদবর (৩০)

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ

৮৫৯ শহীদের তালিকা যাচ্ছে মন্ত্রিপরিষদে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৯ জনের তালিকা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এ তালিকা মন্ত্রিপরিষদে পাঠানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে

হিরোশিমার মত কেঁপে উঠছে গাজা, নিষেধাজ্ঞার হুমকি ৩ দেশের!

ডেস্ক রিপোর্ট: চোখের পলকে ধুলোর সঙ্গে মিশে গেলো ঘরবাড়ি। গেল সোমবার গাজার খান ইউনিসে সতর্কবার্তা জারির পরপরই ভয়াবহ হামলা চালায় ইসরাইল। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে

গরম নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। চলমান এই অবস্থা

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ