
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভান্ডারিয়া উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদল।
গতকাল বুধবার (২ অক্টোবর) বিক্ষোভ সমাবেশে ভান্ডারিয়া উপজেলা জাতীয়তাবাদী তাতীদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার রাজনৈতিকভাবে তারেক রহমানকে ভয় পায় বলেই তাকে অনেক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং তাকে রাজনীতি থেকে বিরত রাখাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল বলেই ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন হয়েছে এবং দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তাই বর্তমান সরকারের যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছে তারেক রহমান এর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির জোর দাবি জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক মিরাজ মৃধা ও সদস্য সচিব নজরুল ইসলাম সহ ভান্ডারিয়া উপজেলার তাতীদলের অসংখ্য নেতা কর্মী বৃন্দ।
বিক্ষোভ সমাবেশটি রিজার্ভ পুকুরপাড় থেকে শুরু করে বাস স্ট্যান্ড হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার রিজার্ভপুকুরপাড় এসে সমাবেশ শেষ হয়।