নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি অফিস এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থল ঘুরে দেখে ঢাকায় ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি স্থানীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপের নির্দেশ দেন।
এর আগে তিনি ভাঙায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল এবং ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন।
ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান জেলা প্রশাসক।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.