ভাই হত্যার প্রতিশোধ নিতে রনিকে খুন করেন ইসরাজুল

যশোর শহরতলীর চাচড়া বর্মন শ্মশানে রনি হত্যার ঘটনায় রিমান্ডে থাকা আসামি ইসরাজুল ইসলাম (২৫) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের আদেশে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ইসরাজুল ইসলাম হত্যার দ্বায় স্বীকার করেন। 

মঙ্গলবার (২৪ মে) সকালে বর্মন শ্মশানের পাশে মুক্তেশ্বরী ডোবার পানি থেকে হত্যায় ব্যবহৃত চাকু, দা, কুড়াল উদ্ধার করা হয়। ভাই হত্যার প্রতিশোধ নিতে রনিকে হত্যা করেন ইসরাজুল।

আসামি ইসরাজুল ইসলাম যশোর সদর উপজেলার নারায়ণপুর ভাতুড়িয়া গ্রামের নূর ইসলাম ওরফে নূর মোহরীর ছেলে। নিহত রনি হোসেন (২১) চাচড়া আশ্রয়ণ প্রকল্পের বাবর আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, গত বছরের ১ অক্টোবর সন্ধ্যায়  ইমরোজ হত্যা মামলার আসামি রনি হোসেনকে প্রতিবেশী রকি ও রবি বর্মন নামে দুই জন ডেকে নিয়ে যান। এরপর তাকে আর পাওয়া যায়নি। পরিবারের লোকজন নিখোঁজের জিডি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চাচড়া বর্মন শ্মশানের পাশে মুক্তেশ্বরী নদীর ডোবায় নিখোঁজ রনি হোসেনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। রকিকে গ্রেপ্তার করে জড়িতদের নাম-ঠিকানা পেয়ে নিহত রনি হোসেনের মা ছায়রা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

ঘটনাটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হওয়ায় পুলিশ সুপার মামলাটি জেলা গোয়েন্দা শাখার ওপর তদন্তভার ন্যাস্ত করেন। আত্মসমর্পণ করা মামলার প্রধান আসামি ইসরাজুল ইসলামকে আদালতের আদেশে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার দায় স্বীকার করেন। এ সময় তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার সকালে ঘটনাস্থল বর্মন শ্মশানের পাশে মুক্তেশ্বরী ডোবার পানি থেকে হত্যার কাজে ব্যবহৃত চাকু, দা, কুড়াল উদ্ধার করা হয়।

আসামি ইসরাজুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত রনি হোসেন স্থানীয় ইমরোজ হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি ছিল। নিহত ইমরোজের ভাই ইসরাজুল ভাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্থানীয় সহযোগীদের সহযোগিতায় গত বছরের ১ অক্টোবর বিকেলে মাদক খাওয়ার প্রলোভন দিয়ে বর্মন শ্মশানে ডেকে নিয়ে যায়। সেখানে রনিকে প্রথমে মাদক সেবন করায়। এরপর সন্ধ্যার পর ইসরাজুলের নেতৃত্বে ছয়জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রনি হোসেনকে হত্যা করে মরদেহ নদীর পানিতে ফেলে দেন।

ওসি আরও জানান, আসামি ইসরাজুলের স্বীকারোক্তি মতে একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল ও দুটি গাছি দা উদ্ধার করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্যাবু ভাঙার নামে একত্রে ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হচ্ছে ঋতুস্রাবের প্যাড: আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ট্যাবু ভাঙার নামে অযথা কিশোরদের জড়ানো হচ্ছে উল্লেখ করে ধর্মীয় বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের মেয়েরা ঋতুস্রাব বিষয়ে সচেতন হোক, আমরাও চাই। কিন্তু

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

‘যুক্তরাষ্ট্র কি বিএনপিকে ধোঁকা দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে কি ধোঁকা দিয়েছে-এরকম একটি প্রশ্ন এখন বিএনপির মধ্যে ঘুরপাক খাচ্ছে। বিএনপি নেতারা নিজেদের মধ্যে আলাপ আলোচনায় এই প্রসঙ্গটি বারবার আনছেন।

বিএনপি নেতা এ্যানিকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তার

শাহজাদপুরে লুটপাটে বাঁধা দেওয়ায় ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাটে বাঁধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে প্রকাশ্য দিবালোকে ভাঙ্গারি ব্যবসায়ী আবু

রায়গঞ্জে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নকারী সেই বিএনপি নেতাদের বহিষ্কারের দাবী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নান খানকে পরিষদের চেয়ারে বসানোর বিষয়ে তার পরিবারের সাথে রায়গঞ্জ