অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস জোটের সহযোগী দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, ব্রিকসের 'অ্যান্টি-আমেরিকান' নীতিগুলোর সমর্থনে থাকা দেশগুলোর জন্য কোনো ছাড় থাকবে না। তবে তিনি ঠিক কোন নীতির কথা বলছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। — খবর শাফাক নিউজের।
এই হুঁশিয়ারি এসেছে ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত ব্রিকসের বার্ষিক সম্মেলন শেষ হওয়ার পরপরই। সেখানে জোট সদস্যরা বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ভিত্তিক, নিয়মভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেনসেন্ট নিশ্চিত করেছেন, নতুন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে যেসব দেশ ওই সময়ের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে, তারা এই শুল্ক থেকে ছাড় পেতে পারে।
এর আগে গত এপ্রিলেই ট্রাম্প ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেন, মূলত যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ধরে রেখেছে, তাদের লক্ষ্য করেই। সে সময় আলোচনার সুযোগ দিয়ে ৯ জুলাই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
নতুন এই শুল্কনীতি ব্রিকস জোটের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ব্রিকসের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.