ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (৩০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ শাহআলম।
প্রকৌশলী শাহআলম জানান, ভাদুঘর এলাকার একাধিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি বকেয়া বিল আদায়ের কাজও চলমান রয়েছে। অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরির অংশ হিসেবে গ্যাসের নিরাপদ ও সঠিক ব্যবহারের বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
এ সময় স্থানীয়দের মধ্যে সরকারি নিয়মনীতি অনুসরণে উৎসাহ দেখা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.