নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কুরআনে আগুন দিয়ে পুড়িয়ে ও লাথি মারেন বাড়িখলা গ্রামের মৃত এনামুল হক খোকন মেম্বারের ছেলে বায়জিদ।
শুক্রবার বিকেলে উপজেলার বাড়িখলা মাদ্রাসায় ঢুকে কোরআন শরিফে আগুন লাগিয়ে পুড়ানোর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনায় জড়িত থাকায় ওই যুবককে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা বলেন, বায়জিদ সুস্থজ্ঞানে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সে নাস্তিক্যবাদীতে বিশ্বাসী। আমাদের পবিত্র কালামুল্লাহ শরিফ কোরাআনকে যে এইভাবে অবমাননা করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
এ সময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে আসামিকে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছ। তিনদিস গণপিটুনিতে আহত বায়জিদ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.