
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে প্রবাসে পাঠানো সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রবাসী আবদুল বুদ্দু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে চৌহালী উপজেলার বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা
গ্রেপ্তার আবদুল বুদ্দু (৪৫) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের মৃত মুজাইমোল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানায়,কয়েকদিন আগে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কে চৌদ্দরশি গ্রামের মুছা মোল্লার ছেলে কে বিদেশ পাঠানোর পর আকামা তৈরি করা সংক্রান্তে বিষয় নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কে বেশ কয়েক জন মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হয়ে থানায় ৬-৭ কে আসামী করে মামলা দায়ের করিলে। গত বৃহস্পতিবার আসামি বুদ্দু কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে আসামীকে জেল আজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে ।
চৌহালী থানার উপপরিদর্শক (এসআই) শহিদ বলেন, প্রবাসে পাঠানোর সংক্রান্ত ঘটনার জেরে এক ব্যবসায়ীকে মারধরে ঘটনায়। থানায় মামলার পর একজন গ্রেফতার হয়।তাকে সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে মানলার বাদী জাহাঙ্গীর আলম আদালতের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছে।