বৌভাতে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সং’ঘ’র্ষ, আহত ১০

ঠিকানা টিভি ডট প্রেস: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বউভাতের অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। ১২ অক্টোবর শনিবার দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকার রিপন দেওয়ানের মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামের খলিল ব্যাপারীর পারিবারিকভাবে বিয়ে হয়। দুপুরে বরের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়াকে। দুপুরে মেহমান সুরুজকে খাবার পরিবেশন করা হয়। এ সময় মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় রেগে যান সুরুজ। পরে এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে সুরুজের তর্কবিতর্ক হয়।

একপর্যায়ে সুরুজ সঙ্গে থাকা লোকজন নিয়ে বর খলিল ব্যাপারীর লোকজনের ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ আহত হয় অন্তত ১০ জন। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে হেমায়েত ঢালীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বউভাত অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) মো. মোক্তার হোসেন বলেন, বউভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় এ সংঘর্ষ হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও ৫৮ এসআইকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ

মিয়ানমার থেকে মণিপুরে ফিরছেন যোদ্ধারা, বাড়ছে সহিংসতার শঙ্কা

অনলাইন ডেস্ক: ভারতীয় বিচ্ছিন্নতবাদী সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর অনেক সদস্য মিয়ানমারে আশ্রয় নিয়েছিলেন। যুদ্ধের কঠিন প্রশিক্ষণ নেওয়া সদস্যরা সীমান্ত পেরিয়ে ভারতের সহিংসতায় বিধ্বস্ত মণিপুর রাজ্যে ফিরছেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি’

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিনকে চূড়ান্ত তারিখ নির্ধারণ করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে

পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত হয়েছে যতজন…..

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারীতে সাজাপ্রাপ্ত এক আসামি ধরতে গিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছে ৬ জন। শনিবার (১৩ জানুয়ারি’) সন্ধ্যার

ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার।

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, গেজেট অনুযায়ী বীর শহীদ মুক্তিযোদ্ধা ৬ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ভাতা গ্রহণ করছেন

কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি বিজিবির

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সীমান্তে সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) ৪৭ ব্যাটেলিয়ান।সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব