অনলাইন ডেস্ক: ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার সহযোগী বিচারপতিগণ এবং নিকটাত্মীয়দের মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যায়িত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন বিদেশি ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনবে, যারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতা দমন করছে।
রুবিওর ভাষায়, “বিচারপতি মোরায়েস বোলসোনারোর বিরুদ্ধে যে রাজনৈতিক জাদুবিদ্যা ও দমন অভিযান পরিচালনা করছেন, তা শুধু ব্রাজিলিয়ানদের মৌলিক অধিকার খর্ব করছে না, বরং এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।”
তিনি আরও বলেন, এ কারণেই বিচারপতি মোরায়েস, তার আদালতের মিত্র বিচারপতি ও তাঁদের পরিবারের সদস্যদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে এবং তা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্প্রতি বোলসোনারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তল্লাশি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশে তাকে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে এবং পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে পায়ে নজরদারি ডিভাইস পরিয়ে দেয়।
এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা ও বিচারিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.