চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৬ জুলাই) দুপুর ৩টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, গার্ড ব্রেক বগিটি লাইনে আটকে থাকায় রেলপথটি বর্তমানে ব্লক হয়ে আছে। চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বগিটি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ঘটনার পর প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস আটকে থাকলেও বিচ্ছিন্ন বগিটি গোমদণ্ডীতেই রেখে মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসে এবং চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। গার্ড ব্রেক বগিতে সাধারণত ট্রেন পরিচালক (গার্ড) অবস্থান করেন এবং যাত্রীদের জন্য খাবার সংরক্ষণ থাকে।
এ ঘটনায় চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত লাইন খালি করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.