বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের মাঝে নগদ অর্থ বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শামীমের ব্যক্তিগত উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার গঙ্গাপ্রশাদ এলাকার জাহাঙ্গীর আলমের নিজস্ব  বাসভবনে হতাহতদের পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট  শাহজাদপুর পৌরসভার সুজন মাহমুদ ও কৈজুরী ইউনিয়নের অন্তর ইসলাম ঢাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয়। এদিকে গত ৪ আগস্ট খুকনী ইউনিয়নের ইয়াহিয়া হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাই তাদের পরিবারের স্বচ্ছতা ফেরাতে নিহতের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া গত ৪ আগস্ট এনায়েতপুরে আন্দোলনের সময় পুলিশের  গুলিতে  আহত হয় কৈজুরি ইউনিয়নের রিয়াদ হাসান ও রনি সরকারসহ অনেকেই আহত হয়। তাদের চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শামীম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই নিহত হয়েছেন ও আহত হয়েছে । তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। তাদের পরিবার সাহায্য করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। তাই যারা ব্যবসায়ী রয়েছেন ও অর্থশালী ব্যক্তি রয়েছেন প্রত্যেকেরই হতাহতের সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসা উচিত।

এ বিষয়ে নিহত সুজন মাহমুদের বড় বোন রাবেয়া খাতুন বলেন, আমার ছোট  ভাই সুজন মাহমুদ ঢাকায় মিরপুরে ছোট খাটো ব্যবসা করতো প্রতিদিনের মতো কর্মস্থলে  যাওয়ার সময় গত ৫ আগষ্ট পুলিশের গুলিতে নিহত হয়। পরে আমরা জানতে পারি এবং পরে লাশ উদ্ধার করে আমরা বাড়িতে নিয়ে আসি। আমার ভাইয়ের আয় দিয়ে আমার পরিবার চলতো।

আন্দোলনে নিহত অন্তর ইসলামের বাবা আব্দুল হক প্রমানিক বলে, আমার ছেলে শাহাজাদপুর সরকারি কলেজে পড়াশোনা করতো অনার্স তৃতীয় বর্ষে ও পাশাপাশি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতো। ছাত্র আন্দোলন শুরু হলে পুলিশের গুলিতে নিহত হয়। আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম  ছিল আমার ছেলে অন্তর । সে মারা যাওয়াতে আমার পরিবারে অপরিনিত ক্ষতি হয়েছে। বুড়ো বয়সে ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম কিছু অর্থ সহায়তা করেছে।

উল্লেখ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশসহ সিরাজগঞ্জের বিভিন্ন বয়সের ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় কয়েক শতাধিক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রেমের টানে জয়পুরহাটে ইন্দোনেশীয় তরুণী

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে এবার ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের জয়পুরহাটে এসেছেন তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) নামের এক নারী।ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং-24 ওয়েব সাইডের মাধ্যমে ইন্দোনেশিয় ওই তরুণীর

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে সিরাজগঞ্জে আনন্দ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। এ খবরে বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনস্রোত নিয়ে আনন্দ মিছিল উদযাপন করেন

চীনে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,ধসে পড়েছে ১২৬টি বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব চীনের শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার ভোরে ৫ দশমিক ৫ মাত্রার এ কম্পন অনুভূত হয়। এতে আহত

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে রোজা শুরু হতে পারে’

ঠিকানা টিভি ডট প্রেস: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে। স্থানীয় সংবাদমাধ্যমের

বাঁশখালীর শেখেরখীল সরকার বাজারে অগ্নিকান্ডে ছয় দোকান পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় ছয় দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। মঙ্গলবার (২৮ মে) রাত

বিএনপির ইউটার্ন

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচন থেকে কঠোর অবস্থান থেকে ইউটার্ন নিলো বিএনপি। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে, আপাতত যারা উপজেলা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর