বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ 

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সভা শেষে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর)। বিকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. সফিকুল ইসলাম খান বলেন, দুই পক্ষের মধ‍্যে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিয়াদ সারোয়ার নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা ও মহানগর খসড়া কমিটি প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে ময়মনসিংহ মহানগর ও ময়মনসিংহ জেলার ছাত্র প্রতিনিধিদের এ সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভাটির এক ফাঁকে মো. রিয়াদ সারোয়ার নামে একজনের সঙ্গে মো. সিফাত নামে অপর একজনের বাকবিতণ্ডা হয়। রিয়াদ সারোয়ার সভায় অংশ নেওয়া এক মেয়ের সঙ্গে কথা বলার সময় ডাক দেয় সিফাত। ডাক শুনে সিফাতের কাছে যেতে বিলম্ব করায় বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার জেরে সভা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে সভাস্থল থেকে বের হওয়ার সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় রিয়াদ সারোয়ার ও তার বন্ধু আব্দুল কাদির শৈশব নামে দুজন আহত হন। তারা দুজনেই আনন্দ মোহন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে রিয়াদ সারোয়ারকে বেধড়ক পিটুনি দেওয়া হয় এবং আবদুল কাদির শৈশবকে মাথা ও গালে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা।

সভায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বাগ্বিতণ্ডার জেরে মারামারিতে জড়ায়। সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় এমন অবস্থা দেখে তাদেরকে নিভৃত করে দেওয়া হয়।

বিষয়টি বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের জানানো হয়েছে জানিয়ে ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখন কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার কাছে আবদার করে রাজউকে আবেদন না করেই প্লট নেন পুতুল

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে রাজউকে আবেদন না করেই প্লট নিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ

শেখ হাসিনাকে ডুবিয়েছেন জয়-কাদেরদের ‘গ্যাং অব ফোর’

ঠিকানা টিভি ডট প্রেস: আমি আপনার সঙ্গে দেখা করতে পারব না’; আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি’; নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা

২৮ বছর পরও জানা গেলো না সেই রহস্য

ঠিকানা টিভি ডট প্রেস: চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ দেশের সিনেমাজগতের সুপারস্টার। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে

বাগাতিপাড়ায় ইয়াবাসহ উপসহকারী কৃষি অফিসার আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি অফিসারসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া

প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা?

২০০৩ সালে ঘটা করে ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন বলিউড তারকা কারিশমা কাপুর। এক মেয়ে ও এক ছেলের জন্মের পর তাদের সম্পর্কের ভাঙন ধরতে

ভারত থেকে বাংলাদেশের পাঁচ কিলোমিটার এলাকা দখলমুক্ত করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক: বিএসএফের দখলে থাকা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ