রায়গঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার রায়গঞ্জ বাজার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানগড়া ইউনিয়ন শাখা।
আলোচনা সভায় ধানগড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মো. মুক্তাদীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মাওলানা মো: খোরশেদ আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মো. মোশাররফ হোসেন, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি মুক্ত ইনসাফের রাষ্ট্রগঠনের লক্ষে কাজ করে যাচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র বিনির্মানের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন স্থানীয় 'অভিযান শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.