বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সর্বাত্মক অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারই অংশ হিসেবে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হবেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক-এর অংশ হিসেবে সারাদেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। সারাদেশের সব ছাত্রজনতাকে এ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।

এর আগে, গত মঙ্গলবার শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি উত্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দাবিগুলো হলো:

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলা, শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিয়ের কথা শুনে পালিয়েছে প্রেমিক, অভিমানী প্রেমিকার কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিন উপজেলায় বিয়ের কথা শুনে প্রেমিক পালিয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লিজা আক্তার নামে এক কিশোরী। রোববার সকালে

পৃথিবী থেকে দেখা মিলবে দুটি চাঁদের

ঠিকানা টিভি ডট প্রেস: স্বল্প সময়ের জন্য পৃথিবী থেকে ২৯ সেপ্টেম্বর দেখা যাবে ২টি চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মূলত মাধ্যাকর্ষণ শক্তিতে প্রভাবিত হয়ে ২ মাস চাঁদের

প্রতিবেশী দেশগুলো থেকে বিচ্ছিন্ন ভারত: এগিয়ে যাচ্ছে চীন

নিজস্ব প্রতিবেদক: ভারত প্রথম ধাক্কাটি খায়, মালদ্বীপের কাছে। মালদ্বীপে ভারতীয় প্রভাব ছিলো বিশাল। অতীতে এখানে কেউ প্রেসিডেন্ট হলে কূটনৈতিক সফরে প্রথম যেতেন নয়াদিল্লিতে। তবে এসব

বিপর্যস্ত বিশৃঙ্খল গণমাধ্যম

ঠিকানা টিভি ডট প্রেস: ৫ আগস্টের পর সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় যে সমস্ত প্রতিষ্ঠান গুলো তার মধ্যে গণমাধ্যম একটি। গণমাধ্যম শুধু বিপর্যস্ত এবং বিশৃঙ্খল অবস্থাতেই নেই,

ঈশ্বরদী উপজেলায় ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেই প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলার ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ৩৮ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে