ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘যেখানে ছাত্র-জনতার রক্তের বিনিময় ফ্যাসিস্ট (শেখ হাসিনা) পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? আমরা ভেবেছিলাম, যারা দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে তাদের ওপর বর্তমান সরকার কঠোর হবে।’
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে সেলিমা রহমান এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বেগুনি রঙের শাড়ি পরে মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছেন, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? বাসে-বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘মাগুরার কাহিনি দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত নন্দিত নেতা। আমরা তার কাছে আশা করেছিলাম এই সময়ে কঠোর হস্তে, যারা বিভিন্ন অস্থিতিশীলতা তৈরি করছে, দেশকে আজ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের ওপর কঠিন হবেন এবং শাস্তি দেবেন।'
’বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকারকে বলতে চাই, সমাজে যে অস্থিরতা-অস্থিতিশীলতা, সমাজে যে মব জাস্টিস, সমাজে যে নারী ধর্ষণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ যে স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদমুক্ত করেছিল, সেই স্বপ্ন পূরণ হবে না।’
বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘তোমরা এখন দল করেছে, আমরা স্বাগত জানাই। আজকাল ছাত্র-জনতা বলে, বৈষম্যবিরোধী বলে, যে কেউ দু-তিনজন করে বিভিন্ন জেলার অফিস-আদালতে গিয়ে বসে থাকছে, তারা ভাগ চাইছে। এখন তোমাদের উচিত, তাদের সাথে কথা বলে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসা। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।'