বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: গত দেড় দশকে ১১৬টি বড় অনিয়মের ঘটনা নিয়ে বাঁচার লড়াইয়ে বেসিক ব্যাংক। যেখানে বেশি ঋণ জালিয়াতি আর অনিয়ম রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন শাখায়। যাতে বড় ব্যবসায়ী গ্রুপরাও ঋণ খেলাপি। বিশ্লেষকরা বলছেন, অনিয়মের এই ধারা শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে এই ব্যাংক।

চাওয়ার আগেই যেনো ঋণ দিতে এক ধাপ এগিয়ে থাকে রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংক। এমনিক প্রতিষ্ঠানের যোগ্যতা, সম্পদ কিংবা কাগজপত্র-এসব মূল্যায়নের প্রয়োজনীয়তাও হয়ে যায় গৌণ। এমনই এক প্রতিষ্ঠান ক্র্যাফটস ম্যান ফুটওয়ার অ্যান্ড এক্সেসরিজ। পর্যাপ্ত জামানত না থাকার পরও এই প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের ঋণ দেয় শান্তিনগর শাখা। ২০২৩ পর্যন্ত যেখানে অনাদায়ী ৪৩ কোটি টাকা। তথ্য গোপনসহ নানা অনিয়মের এই ঋণ আদায়েও তৎপরতা নেই ব্যাংকটির। এ বিষয়ে কথা বলতে চাননি ব্যাংকের কোনো কর্মকর্তা বা ক্র্যাফটস ম্যান ফুটওয়ারের কোনো প্রতিনিধি।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, গত দেড় দশকে একশরও বেশি অনিয়মের ঘটনা নিয়ে বাঁচার লড়াইয়ে বেসিক ব্যাংক। যেখানে বেশি অনিয়ম রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন শাখায়। এই যেমন, হাজী আব্দুস সোবাহান এবং হামিদা সোবহানের কয়েক কোটি টাকার খেলাপি হলেও তাদের খেলাপির তালিকায় যুক্ত করেনি কারওয়ান বাজার শাখা।

গুলশান শাখা থেকে প্রণোদনার ঋণ নিয়ে উধাও পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যার নামের এক প্রতিষ্ঠান। আর ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৪৬ কোটি টাকা আদায়ই করতে পারছে না বংশাল শাখায়। চট্টগ্রামের আসাদগঞ্জ শাখার ৬৩ শতাংশ ঋণই নিয়েছে জিপিএইচ ইস্পাত। যা ওই শাখার অতি উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণ।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি’) সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নানানভাবে ঋণ দেয়া হয়েছে। দেউলিয়া আইন প্রয়োগ করা হচ্ছে না। অর্থ ঋণ আদালতেই বেশিরভাগ এই মামলাগুলো ঘোরাফেরা করছে। ব্যাংকের বড় ১০ জন গ্রাহকের ঋণ নিয়ে এখনো বিপাকে ব্যাংকটি। যাদের কাছে ব্যাংকের পাওনা ১ হাজার ৭০০ কোটি টাকা। এদের বেশিরভাগ ঋণই ঝুঁকিপূর্ণ।’

অর্থনীতিবিদ ড. আহসান মনসুর বলেন, ব্যাংকের কর্মকর্তারা কি জানতেন না যে তারা যাদের টাকা দিচ্ছে তাদের এত টাকা পাওয়ার মত কোনো যোগ্যতা নেই। সরকারি ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংকের অবস্থায় সবচেয়ে বেশি খারাপ। এটি বহুদিন ধরেই। এর জন্য সরকারের নিয়োজিত ওই ব্যাংকের চেয়ারম্যান দায়ী। এখন পর্যন্ত বিচার হচ্ছে না। আব্দুল হাই বাচ্চুকে নিয়ে চার্জশীট দিবে দিচ্ছি বলা হচ্ছে কিন্তু তা দেয়া হচ্ছে না।

কেবল তাই নয় ফেরো এলয় কোম্পানি, মেসার্স ট্রান্স ওসেন রিসাইক্লিং ইয়ার্ড, প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ ও রিপাবলিক ট্রেডিং সিন্ডিকেট, রয়্যাল ওয়েভিং অ্যান্ড কোটিং ইন্ডাস্ট্রিজ, এমএএইচ স্পিনিং মিলসের ঋণ জালিয়াতি নিয়েও বিপাকে বেসিক ব্যাংক।

সাবেক গভর্নর আহমেদ সালাউদ্দিন বলেন, মূল সমস্যাটা হলো সরকার তার ইচ্ছামত চেয়ারম্যান নিয়োগ করে। অন্যান্য প্রয়োজনে সদস্য নিয়োগ করে। কিন্তু তারা যে খুব দক্ষ তা কিন্তু নয়। তারা কিছু সময় রাজনৈতিক পরিচয় বহন করে। এ জন্যই এই অবস্থা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ শাহজাদপুরে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের গুধিবাড়ী ও পোতাজিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সংখালঘু নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।’ শুক্রবার (০১ মার্চ) দুপুরে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর

ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি ছিল ‘যেমন খুশি তেমন সাজো’

নিজস্ব প্রতিবেদক: অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ

ঈদের দিন ইয়েমেনে মার্কিন হামলায় মসজিদ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: ঈদের দিনও ইয়েমেনে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে। তাদের যুদ্ধবিমানের বোমা বর্ষণে একটি মসজিদসহ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। দেশটির সংবাদ সংস্থা সাবার

শিক্ষার্থীকে কুপিয়ে বন্যার্তদের জন্য তোলা টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তোলা সাড়ে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট’) রাতে রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং

চৌহালীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল খড়ের পালা,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ  

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নে চরজাজুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে ফটিক সরকার নামের এক কৃষকের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ডিসেম্বর)

বাবাসহ তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যা মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে (তৌহিদ উদ্দিন) হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তার বাবাসহ তাকে আসামি করা হয়।