
রেজাউল করিম,স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কান্ত কবি রজনী কান্ত সেনের স্মৃতি বিজরিত ঐতিহ্যবাসী সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আফিয়া সুলতানা কেয়া। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, এ্যডভোকেট ছানোয়ার তালুকদার এর সভাপতিত্বে এবং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন তালুকদারের পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রেজাউল করিম, পরিচালনা পরিষদের সদস্য এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু,সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রামাণিক, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান শাপলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুস সবুর খান, পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব বাবুল রেজা তালুকদার, আলহাজ্ব আব্দুর রশিদ মাষ্টার সমাজ সেবক হেলাল উদ্দিন তালুকদার প্রমুখ।