
আব্দুল লতিফ, চৌহালী-বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫১ তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা,সোহাগপুর শ্যাম কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা।