জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর গ্রামের হাজী মর্ত্তুজা খাঁনের বড় ছেলে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো প্রবাসী হাজী মুস্তাফিজুর রহমান খাঁনের উদ্যোগে ও তার প্রবাসী বন্ধুদের যাকাত ফান্ডের অনুদানে এবং সি এস এল সি এস (কানেক্ট শেয়ার অ্যান্ড লার্ন কমিউনিটি সার্ভিসেস) থেকে প্রতিবছর এর ন্যায় এইবারও গরীব, অসহায়, দুস্থ, দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ বিতরণ করা হয়েছে। ঈদ উপহার হিসেবে বিশেষ প্যাকেজে রয়েছে চাল ১০ কেজি, ডাল ৫০০ গ্রাম, পেয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ৫০০ গ্রাম, লবন ১ কেজি, তেল ৫০০ গ্রাম, মুড়ি ৫০০ গ্রাম, সেমাই ১ প্যাকেট।
এছাড়াও মুস্তাফিজুর খাঁন এর নিজস্ব অনুদানে প্রতিবছরের ন্যায় এবার ঈদের আগের দিন আটটি গরীব পরিবারের মধ্যে ‘যাকাত উল ফিতরের‘ এর ফান্ড থেকে পোলাও চাল, মুরগি, সেমাই, চিনি, তেল, গরম মসলা, গুরা দুধ এর প্যাকেট বিতরণ করা হবে। যাতে ওই পরিবারের সদস্যরা ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে হাজী মর্ত্তুজা খাঁনের নিজস্ব বাস ভবন থেকে ঈদ সামগ্রী গুলো ভ্যানে নিয়ে প্রত্যকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়। এসময় ঈদ সামগ্রী গুলো প্রত্যেক বাড়িতে পৌঁছে দিতে কাজ করেন বুদ্দু মোল্লা ও হারুন অর রশীদ প্রামানিক। তারা বলেন এবছর তারা কেউ গ্রামের বাড়িতে না থাকার পরেও গ্রামের গরীব, অসহায়, দুস্থ পরিবারদের কথা চিন্তা করে এবারোও ২শত পরিবারের জন্য ঈদ সামগ্রী প্যাকেজ তৈরি করে আমাদের দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে বলে আমারও এমন মহৎ কাজের সাথে থাকতে পেরে খুশি। সবাই তাদের জন্য দোয়া করবেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.