
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রাম থেকে সরকারি বরাদ্ধের ভিজিএফের ১৭৩ বস্তা (৫১৯০ কেজি) চাউল একটি বাড়ী থেকে জব্দ করেছে প্রশাসন। এসময় হালিমন খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে আটক করা হয়েছে। আটককৃত বৃদ্ধা হালিমন খাতুন পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত ছামান আলীর স্ত্রী।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রমে অভিযান চালায় বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল।
স্থানিয়রা জানান, অভিযানে সরকারি বরাদ্ধের ১৭০ বস্তা হালিমন খাতুনের অপরিত্যক্ত তিনটি ঘরে লুকিয়ে রেখে ছিলো। সেকান থেকে প্রশাসনের লোকজন এসে চালসহ হালিমনকে নিয়ে গেছে।