
ভি কে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি-জামায়াতের অবৈধ হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্য, অগ্নি সংযোগের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছেন।
রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুকুন্দগাঁতী বাজার যাত্রী ছাউনীর সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, সাধারণ সম্পাদক হাবিব মিল্লাত হাবিবসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।