জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: শুক্রবার বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সিরাজগঞ্জ-৫ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেন, “শত জুলুম-নির্যাতন ও মামলা-হামলার মধ্যেও জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই আমরা কুরআন ও সুন্নাহভিত্তিক মানবিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই।”
মার্কেট চত্বরে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন বড়ধুল ইউনিয়ন সভাপতি মাওঃ আব্দুস ছামাদ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার, উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আবুল হোসাইন ভূঁইয়া, মাওঃ মোতাহার হোসেন সাইদুল, জামায়াত নেতা অধ্যাপক শাহজাহান আলী, হাফেজ হেলালউদ্দীন, হাফেজ মাওঃ আব্দুল মান্নান, মানিক চান ও আব্দুল আলীম রব্বানী।
সিরাত মাহফিলে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে অধ্যক্ষ আলী আলমের পক্ষে কুরআন ও রাসুল (সা.) সুন্নাহভিত্তিক সুখী ও সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমত গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এছাড়া ছাত্র-জনতা ও ভোটারদের কাছে আলী আলমের সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.